Loading..

খবর-দার

২৩ জুন, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

শিক্ষায় প্রযুক্তির ফেরিওয়ালা!

শিক্ষায় প্রযুক্তির ফেরিওয়ালা!

A2i শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের বাতিঘর। এখানে কাজ করছে কিছু স্বপ্নবাজ মানুষ। যাঁদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের দ্বার উম্মোচিত হচ্ছে। যাঁরা কাজ করছেন শিক্ষক বাতায়ন, মুক্তপাঠের মতো প্ল্যাটফর্ম নিয়ে। যাঁরা কাজ করছেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার। প্রযুক্ত খাতে যাঁদের রয়েছে অসামান্ন অবদান। যাঁদের কথা না বললে নয় যেমন অভিজিত সাহা স্যার, জনাব ইমরান অভি, জনাব মো. কবির হোসেন, জনাব সালমান সিফাত, জনাব মো সেলিমুর রহমান, জনাব সরওয়ার আলমের মত কিছু স্বপ্নবাজ মানুষ। তাঁদের হাত ধরে বৃদ্ধি পাচ্ছে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার যেমন, মাল্টিমিডিয়ার ব্যবহার, ডিজিটাল কন্টেন্ট, গুগল মিট, গুগল ক্লাস, গুগল ফর্ম ইত্যাদি। সৌজন্য স্বাক্ষাতে কুমিল্লায় মিলিত হয়েছি এমনি কয়েকজনের সাথে জনাব কবির হোসেন স্যার ও ইমরান অভি স্যার সহ আরও চারজন ছিলেন। কবির স্যার জানালেন শিক্ষকদের নিয়ে তাঁর স্বপ্নের কথা। জোর দিলেন শিক্ষকদের মাঝে বই পড়ার প্রতিযোগিতা বিষয়ে। ছাত্রছাত্রীদের চারু ও কারু কলা বিষয়ে কীভাবে অনলাইনে তাদেরকে শিখানো যায়। কিভাবে সৃজনশীল কাজে তাদের আরও বেশি সম্পৃক্ত করা যায়। কুমিল্লাতে একদিন সকল এম্বাসেডারদের নিয়ে একটি অনুষ্ঠান করারও ইচ্ছাও ব্যক্ত করেন।