Loading..

উদ্ভাবনের গল্প

২৪ জুন, ২০২১ ০৩:৫৩ অপরাহ্ণ

জেলের জালে ধরা পড়লো শুশুক, কিনে জরিমানা গুনলেন দুজন জেলা প্রতিনিধি কুড়িগ্রাম প্রকাশিত: আপডেট: ০৩:৩৯ পিএম, ২৪ জুন ২০২১

জেলের জালে ধরা পড়লো শুশুক, কিনে জরিমানা গুনলেন দুজন

 জেলা প্রতিনিধি  কুড়িগ্রাম   প্রকাশিত:  আপডেট: ০৩:৩৯ পিএম, ২৪ জুন ২০২১

জেলের জালে ধরা পড়লো শুশুক, কিনে জরিমানা গুনলেন দুজন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে ধরা পড়ে দুটি শুশুক। এ শুশুকগুলো জেলের কাছ থেকে কেনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে দুই ব্যক্তিকে।

বৃহস্পতিবার (২৪ জুন) ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেন তারা।

এর আগে বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলার জোড়গাছ ঘাট থেকে শুশুক দুটি কিনে নেন এ দুই ব্যক্তি।

jagonews24

তারা হলেন, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ গ্রামের সুজন চন্দ্র ও তার সহযোগী আম্বার আলী নামের এক অটোরিকশা চালক।

jagonews24

পুলিশ জানায়, বুধবার বিকেলে সুজন চন্দ্র জোড়গাছ ঘাটে এক জেলের কাছ থেকে সাড়ে আট হাজার টাকায় শুশুক দুটি কিনে নেন। এরপর আম্বার আলীর অটোরিকশায় করে এগুলোকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বন বিভাগ মাটিকাটা মোড়ে তাকে আটক করে। পরে চিলমারী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

jagonews24

এরপর বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজন ও আম্বার আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।