Loading..

উদ্ভাবনের গল্প

২৪ জুন, ২০২১ ০৮:১৫ অপরাহ্ণ

Cristiano Ronaldo Record: আলি দাইয়ের রেকর্ড স্পর্শ, ইউরোতেই কি গোল সংখ্যায় সর্বকালের সেরা হবেন রোনাল্ডো? Updated : 24 Jun 2021 06:21 PM (IST)

Cristiano Ronaldo Record: আলি দাইয়ের রেকর্ড স্পর্শ, ইউরোতেই কি গোল সংখ্যায় সর্বকালের সেরা হবেন রোনাল্ডো? Updated : 24 Jun 2021 06:21 PM (IST)

আর এক গোল করলেই এমন একটি রেকর্ড গড়ে ফেলবেন সিআরসেভেন, যে নজির বিশ্বে আর কারও নেই

 

Footballer Cristiano Ronaldo Equals Ali Daei's Record For Most International Goals In Men's Football

দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্যারিস: ইউরো কাপের গ্রুপ অফ ডেথ থেকে নক আউটের যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল। বুধবার মারণ গ্রুপের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে পিছিয়ে পড়েও - ড্র করেছে পর্তুগিজ়রা। দলের হয়ে দুটি গোলই করেছেন রোনাল্ডো। দেশের হয়ে ১০৯টি গোল হয়ে গেল তাঁর। এক অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে পর্তুগালের মহাতারকা



আর এক গোল করলেই এমন একটি রেকর্ড গড়ে ফেলবেন সিআরসেভেন, যে নজির বিশ্বে আর কারও নেই। পেলে হোক বা দিয়েগো আর্মান্দো মারাদোনা, লিওনেল মেসি হোক বা মিরোস্লাভ ক্লোজে, রোনাল্ডো (ব্রাজিল), রোনাল্ডিনহোর মতো বিশ্ব ফুটবলের বড় সমস্ত নাম, কারও নেই এই রেকর্ড



দেশের হয়ে সর্বোচ্চ গোল করার নজির রয়েছে ইরানের আলি দাইয়ের। ইরানের হয়ে ১০৯টি গোল রয়েছে তাঁর। বুধবার জোড়া গোল করে যে কীর্তি স্পর্শ করলেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে তাঁরও ১০৯টি গোল হয়ে গেল। আর একটি গোল করলেই তিনি ছাপিয়ে যাবেন আলি দাইকে। গোলের সংখ্যায় হয়ে উঠবেন সর্বকালের সেরা। চলতি ইউরো কাপেই কি সেই রেকর্ড গড়ে ফেলবেন রোনাল্ডো? তাঁর ভক্তরা ভীষণ আশাবাদী



বুধবার পেনাল্টি থেকে জোড়া গোল করে ইউরো কাপ আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপে তাঁর ১৩টি গোল হয়ে গেল। আন্তর্জাতিক ফুটবলের গোলসংখ্যা ১০৯। ইরানের আলি দাইয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রোনাল্ডো। আর একটি গোল করলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। তাঁর নজির গড়ার দিনে ফ্রান্সের সঙ্গে - ড্র করে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। গ্রুপ এফ-এর শীর্ষে থাকল ফ্রান্স। হাঙ্গেরির সঙ্গে - ড্র করে দ্বিতীয় স্থানে জার্মানি। পর্তুগাল গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিল



বিশ্ব ফুটবলে বহুদিন পর নিজেদের অস্তিত্ব জানান দিলেও, খালি হাতেই এবারের ইউরো থেকে ফিরতে হল হাঙ্গেরিকে। তিনটি ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখালেও, জয় না পাওয়ায় গ্রুপে চতুর্থ স্থানে থাকল ফেরেঙ্ক পুসকাসের দেশ



গ্রুপ শীর্ষে থেকে প্রি-কোয়ার্টারে ইংল্যান্ড, নাটকীয় ম্যাচ জিতে নক আউটে ক্রোয়েশিয়াও