Loading..

প্রকাশনা

২১ মে, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

Mukur Ali Sir's Collections/Creations
**মানবতার খোঁজে** চারদিকে আজ শোষিতের হাহাকার আর শোষকের উল্লাস, মানবতা যেন মরে গিয়েছে পরে আছে তার লাশ। অর্থ কষ্টে পরে সুরুজ ধনী হবার তরে, বাপের দেওয়া সাধের জমি দিলো বিক্রি করে। চোরাই পথে বিদেশ যেতে সবাই ধরা খেলো, অনেক কষ্টে সুরুজ গিয়ে জঙ্গলে লুকালো। জঙ্গলের সব পোকামাকড় গাছের লতাপাতা, এসব খেয়ে জীবন বাঁচায় কোথায় মানবতা? কদিন পরে পোকায় খাবে সুরুজেরই লাশ, গরীব পিতা দেশে বসে ফেলছে দীর্ঘশ্বাস। পলক এবার টুতে পড়ে স্কুলে যায় রোজ, হঠাৎ করেই সেদিন তার মিলেনা তো খোঁজ। বাবার কাছে ফোন আসে ছেলে যদি চাও, চুপি চুপি জলদি করে লাখ টাকা দাও। সৎ মানুষ কোথায় পাবে এতোগুলো টাকা, এ জীবনে হলোনা তাই ছেলের মুখ দেখা। রিয়ামণি ছোট্ট শিশু বয়স সবে নয়, সারাটা দিন পুতুল খেলেই বেলা কেটে যায়। খেলতে গিয়ে বুকের মানিক কোথা গেলো হায়! দুদিন বাদে বস্তা ভরা লাশটা পাওয়া যায়। ধর্ষিত আজ হয়েছে শিশু, মানুষ যেন হয়েছে পশু। মানবতা আজ ধর্ষিত হয় বিবেকহীনদের কাছে, মনুষ্যত্বই না থাকে যদি মানব জনম মিছে।

আরো দেখুন