Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জুন, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ

অ্যাসাইনমেন্ট কি?

অ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে। অ্যাসাইনমেন্টের সাথে লিখিত কাজ এবং ব্যবহারিক কাজও জড়িত। অ্যাসাইনমেন্ট হ’ল শিক্ষার্থীদের ঘরে বসে দেওয়া কাজের একটি অংশ। ১। একটি কভার পেজ থাকবে, পেজটি ফর্মাল ডিজাইনের হলে ভাল হয়। ২। কভার পেজে সাবজেক্ট অনুযায়ী একটি লোগো থাকবে। ৩। কভার পেজে উপরের দিকে বড় স্পষ্ট বিষয় লেখা থাকবে, এটি অর্ধচন্দ্রাকৃতির হলে ভাল দেখাবে তবে সাধারন সোজা হলে কোন সমস্যা নাই। ৪। নিচের দিকে নাম, শ্রেণী রোল, বইয়ের নাম ইত্যাদি থাকবে। ৫। এসাইনমেন্ট এর লাস্টে একটি ফাকা সাদা পেজ থাকবে। ৬। আদর্শ এসাইনমেন্ট বিশেষ পলিপ্লাস্টিক মলাট দ্বারা বাধায় করতে হয়। (তবে ছাত্রছাত্রীদের এই বিষয়টি বাধ্যতামূলক নয়, পরে নির্দেশনা দেওয়া হবে এই বিষয়ে) ৭। এসাইনমেন্ট এর ভেতরের লেখার পেজে যথেস্ট মার্জিন থাকতে হবে। ৮। আদর্শ এসাইনমেন্ট একটি পেজের শুধু উপরে সাইট বা ডান সাইটে লিখতে হয়, বা পাশে লেখা ঠিক নয়, তবে লিখলে অসুবিধাও নাই। ৯। কোন একক বিষয়ে এসাইনমেন্ট ছোট লিখলেও ৭-৮ পৃষ্ঠার বেশি লিখতে হয়। আর আদর্শ এসাইনমেন্ট আরও বড় ২০-৫০ পেজও হতে পারে। তবে ছাত্রছাত্রীদের সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে অযথা বড় করা ঠিক নয় তবে বিভিন্ন প্রশ্ন টপিক বড় ব্যাখ্যায় লিখতে হবে। এখানে ব্যাখ্যা গুলো মুখস্থ বা বইতে যা আছে তাই শুধু তা না লিখে নিজের মতামত চিন্তা গবেষণা ও উল্লেখ করা যাবে