Loading..

খবর-দার

৩০ জুন, ২০২১ ০৭:৩৭ অপরাহ্ণ

সরকারি মাধ্যমিকে সিনিয়র শিক্ষক পদে পদায়ন

প্রথমবারের মত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪৫২ জন সহকারী শিক্ষককে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদার (নন-ক্যাডার) সিনিয়র শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। আজ ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পদায়নের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারি মাধ্যমিকের অধিকাংশ শিক্ষক দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পদোন্নতি বঞ্চিত ছিল। 

মুজিববর্ষে এই পদায়ন হওয়ায় সরকারি মাধ্যমিকের শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ২০১৫ সালে সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি হয়। প্রায় ছয় বছর পর সেই পদে আজ পদায়ন করা হল। উল্লেখ্য সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এতদিন 'সিনিয়র শিক্ষক' নামীয় স্বীকৃত কোনো পদ ছিল না। কিছু ব্যক্তি মালিকানাধীন ও প্রাইভেট প্রতিষ্ঠানে নিজেদের মত এই নামটি ব্যবহার করা হত।