Loading..

প্রেজেন্টেশন

০৩ জুলাই, ২০২১ ০৯:১০ অপরাহ্ণ

শ্রেণি_ প্রথম, বিষয়_ আমার বাংলা বই, পাঠ_ ২০, বর্ণ শিখি (প,ফ,ব,ভ,ম)।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা-

বলাঃ

১.১.১ বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পারবে।

পড়াঃ

১.১.১ বাংলা বর্ণমালা স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে।

সম্মানিত শ্রদ্ধেয় পেডাগোজি এক্সপার্ট, সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব, সেরা অনলাইন পারফর্মার, আইসিটি জেলা অ্যাম্বাসেডর, বাতায়নের শিক্ষক- শিক্ষিকা মহোদয় সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমার কনটেন্ট দেখে গঠনমূলক মন্তব্য সহ পূর্ণ রেটিং ও লাইক প্রদান করার জন্য।

 সকলের জন্য শুভকামনা রইল।