Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ জুলাই, ২০২১ ১১:০১ অপরাহ্ণ

আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ হল আজ

? আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ?


শিক্ষা মন্ত্রণালয়,

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), বোর্ড বাজার, গাজীপুর।


? বিষয় : অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (ব্যাচ- ৩, প্রভাষক/ সহকারি অধ্যাপক)


? প্রশিক্ষণার্থী সংখ্যা : ৩৫ জন

? কোর্সের মেয়াদ: ২৩ মে - ১৯ জুন-২০২১

? কোর্স উদ্বোধনী অনুষ্ঠান : ২২ মে-২০২১

? কোর্স সমাপনী অনুষ্ঠান : ২০ জুন-২০২১

? কোর্স পরিচালক : জনাব মোঃ মাকসুদুর রহমান স্যার, সাবেক জয়েন্ট সেক্রেটারি, শিক্ষা মন্ত্রণালয়।

? কোর্স সমন্বয়ক : জনাব মাহমুদুল হক স্যার, সহযোগী অধ্যাপক, বিএমটিটিআই।

? প্রশিক্ষকমন্ডলী :

(১) জনাব ডক্টর মোঃ নুরুল্লাহ আল- মাদানী স্যার, প্রশিক্ষক, বিএমটিটিআই।

(২) জনাব মোঃ আব্দুর রহমান স্যার, (বিসিএস) প্রভাষক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা।

(৩) জনাব মোঃ মুনকাদির সাদী স্যার, প্রাক্তন শিক্ষার্থী, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

? ফলাফল :

৮০-৯৫/ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন প্রশিক্ষণার্থী।

৬০-৭৯/ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন প্রশিক্ষণার্থী।

৫০-৬৯/ নম্বর পেয়েছেন ০৪ জন প্রশিক্ষণার্থী।

? আমার আইডি নং ২৬, আমি ৮০-৯৫/ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ।

? স্বপ্ন: আরবিই হবে শ্রেণিকক্ষের একমাত্র ভাষা।

? উদ্দেশ্য: জিহ্বায় জিহ্বা রাখা।(অর্থাৎ আরবি ভাষাকে অন্তর থেকে মুখের ভাষায় রূপান্তরিত করা)

? স্লোগান: আরবি বিশ্বের সহজতম ভাষা।

উল্লেখিত তিনটি বিষয়কে ধারণ করেআ আমাদেরআন্তরিকতা ও পেশাদারিত্ব এবং কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধায়নে প্রশিক্ষণটি প্রাণবন্ত ভাবে শুরু হয়ে সফলভাবে শেষ হয়েছে।

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আরবি বিষয়ের যুগোপযোগী পাঠদানের মাধ্যমে ছাত্র সমাজকে দেশে ও দেশের বাইরে প্রতিষ্ঠিত করাই হবে কোর্সটির অন্যতম লক্ষ্য- উদ্দেশ্য।

হে আল্লাহ আমরা যারা প্রশিক্ষণ গ্রহণ করলাম আমাদের সবাইকে যথাযথ দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।


আব্দুল আলীম

ডিপ্লোমা ইন এরাবিক, এম.এ (ডাবল), এম.ফিল

প্রভাষক (আরবি) পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ ওI ICT4Eজেলা অ্যাম্বাসেডর, নওগাঁ।

মোবাইলঃ 01749944418

বাতায়ন আইডি: [email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি