Loading..

খবর-দার

০৪ জুলাই, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ

কোভিড ১৯ এখন দেশে মহামারীর রূপ ধারণ করেছে।

কোভিড ১৯ এখন দেশে মহামারীর রূপ ধারণ করেছে। সাথে আরও যুক্ত হয়েছে ভারতীয় ডেল্টা ভেরিয়েণ্ট। দেশের স্বাস্থ্য বিভাগ রোগীর চিকিৎসা দিতে নিয়মিত  হিমসিম খাচ্ছেন। অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর বিধিনিষেধ দিয়েও করোনা পরিস্থিতির কোনো ভাবে যেন লাগাম টানতে পারছেন না। দিন দিন রোগী ও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫  হাজার ৬৫ জন। এবং নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

দেশেকে করোনা মহামারী থেকে রক্ষার জন্য আসুন আমরা সকালে সরকার নির্দেশিত বিধিনিষেধ গুলো মেনে চলি। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করি বা হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করি। পুষ্টিকর ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করি। সর্বোপরি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেশ ও পৃথিবী থেকে এই মহামারি চিরতরে দূরীভূত হোক। 

উজ্বল কুমার মজুমদার 

জেলা এম্বাসেডর ICT4E

কোটচাঁদপুর, ঝিনাইদহ।