Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ জুলাই, ২০২১ ০৯:৩৭ অপরাহ্ণ

ব্যবস্থাপনা চক্র | Management Cycle |

ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনাকে কতিপয় ব্যবস্থাপকীয় কাজ সম্পাদন করতে হয়। ব্যবস্থাপনার কাজগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা ও নিয়ন্ত্রন। এ কাজগুলো ব্যবস্থাপনাকে স্বতন্ত্রভাবে এবং ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। যে প্রক্রিয়ায় কাজগুলো ধারাবাহিকতা বজায় রেখে চক্রাকারে আবর্তিত হয় তাকেই ব্যবস্থাপনা চক্র বা Management Cycle বলে। এ চক্র পরিকল্পনা দ্বারা শুরু হয় এবং নিয়ন্ত্রন দ্বারা শেষ হয়। পূনরায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়। এভাবে ব্যবস্থাপনীয় কার্যসমূহ পৌনঃপুণিকভাবে চলতে থাকে। চিত্রে ব্যবস্থাপনার কার্যসমূহ ধারাবাহিকভাবে দেখানো হয়েছে।


আরো দেখুন