Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ জুলাই, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

“ঝিঙে ফুল”

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিতিকিন্তু প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসামমত্ববোধ ছিল গভীর‘ঝিঙে ফুল’ কবিতায় কবির  এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায় আমাদের অতি পরিচিতি ঝিঙে ফুলের উদ্দেশ্য করে তিনিকবিতাটি লিখেছেনপৌষের বেলাশেষ সবুজ পাতার দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর  ফুটে আছে। তাকে বোঁটা ছিড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য ডাকছে তারা। কিন্তু ঝিঙে ফুল মাটিকে ভালবেসে মাটি-মায়ের কাছেই থাকবেকবিতায় প্রকৃতির  প্রতি কবির ভালোবাসা একটি  ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে।           

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি