Loading..

প্রেজেন্টেশন

০৭ জুলাই, ২০২১ ০৯:৫৯ অপরাহ্ণ

খোলাফায়ে রাশেদীনের নির্বাচন ও বৈশিষ্ট্য

খলিফাআরবি  শব্দ এর অর্থ প্রতিনিধি (Representative).খিলাফতশব্দটিখালফুনশব্দ থেকে এসেছেএর অর্থ প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত (Representation)। এটি মুসলমানদের একটি ধর্মীয়-রাজনৈতিক প্রতিষ্ঠান যা সারা বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক(Religio-Political Institution) মহানবী (সা) এর ইন্তেকালের পর ইসলাম ধর্মইসলামি রাষ্ট্রের সংরক্ষণ, সম্প্রসারণসার্বভৌমত্বে সৃষ্টিকর্তা মহান আল্লাহর মর্যাদা অক্ষুন্ন রাখার লক্ষ্যে খিলাফত আত্মপ্রকাশ করেইবনে খালদুন বলেন, “খিলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা হযরত মুহাম্মদ (সা) এর মিশনের প্রতিনিধিত্ব করে।” ইসলামে খিলাফত এমন একটি শাসনব্যবস্থার নাম যা মহান আল্লাহর বিধানমহানবী (সাঃ) এর সুন্নাহ দ্বারা পরিচালিতএই শাসনব্যবস্থায় সার্বভৌমত্বের একমাত্র অধিকারী মহান আল্লাহতিনিই বিশ্বজগতের স্রষ্টা এবং সর্বোচ্চ শাসকখলিফার কাজ হলো সর্বোচ্চ শাসক আল্লাহর আইনকে তাঁর প্রকৃত লক্ষ্য অনুযায়ী কার্যকর করা এবং তাঁর নির্দেশিত পথে রাজনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা করা