Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ জুলাই, ২০২১ ০১:১১ পূর্বাহ্ণ

স্বর্গের বিছানা বিছনাকান্দি
img
MD.AMINUL ISLAM

সহকারী শিক্ষক

যেভাবে যাবেন: সিলেট শহর থেকে প্রথমে পাড়ি দিতে হবে দেড়-দুই ঘন্টার সড়ক পথ, যেতে হবে গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজার পর্যন্ত। পথে অনেকটা জায়গায় খানাখন্দ, তাই গাড়ি না নিয়ে সবচেয়ে ভালো হয় হালকা যান ব্যবহার করলে। ১০/১২ জনের দল হলে এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বাহন হচ্ছে লেগুনা। ভাড়া নেবে সারাদিনে ২৫০০-৩০০০ টাকা। আর শহরের আম্বরখানা থেকে লোকাল সিএনজি অটোরিকশা যাবে প্রতিজনে ১০০ টাকা ভাড়ায়।

লেগুনা বা সিএনজি থেকে হাদারপার বাজারে নেমে মিনিটখানেক হাঁটলেই নদীর ঘাট, ঘাটে পাবেন ছোট-বড় নানান আকারের ইঞ্জিনচালিত নৌকা। সেখান থেকে নিজেদের প্রয়োজনমতো ভাড়া করে ফেলবেন নৌযান। ৩/৪ ঘন্টার জন্যে ভাড়া নিবে চাইবে ১২০০-১৫০০ টাকা। ভাড়া আরেকটু কমাতে ভাব দেখাবেন এমন, যেন নৌকা না পেলে হেঁটেই যেতে পারবেন। এই নৌযাত্রায় সময় লাগবে মিনিট বিশেক। ব্যস, পৌঁছে গেলেন বিছনাকান্দি।

যা করতে মানা:
১) প্রথমেই জেনে নেবেন আমাদের দেশের সীমানা কোন পর্যন্ত। নতুবা সীমানা অতিক্রম করে গুলি খেয়ে ফেলতে পারেন! সেখানে তেমন কোন সীমানা প্রাচীর বা কাঁটাতার নেই। তাই সাবধান বাহে! দেখে-শুনে-বুঝে পা ফেলবেন।

২) অবশ্যই সাথে খাবার প্যাকেট নেবেন না। হাদারপার বাজারে সুস্বাদু ছোলা-পেঁ

আরো দেখুন