Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ জুলাই, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ

গণতন্ত্রের রুগ্নদশায় গণচীনের যৌবন
img
MD.AMINUL ISLAM

সহকারী শিক্ষক

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার শতবার্ষিকী পালন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং যে ভাষণ দিয়েছেন তাতে দেশটির ক্ষমতা ও কর্তৃত্বের প্রকাশ নতুন মাত্রায় ঘটেছে। গণচীন ক্রমেই যে তার বর্ধিত শক্তির প্রদর্শন করে বিশ্বপর্যায়ে এর একটি সুফল নিতে চাইবে, তা আরো স্পষ্ট হয়ে উঠছে তার এই বক্তব্যে। কেউ চীনের ক্ষতি করতে চাইলে মহাপ্রচীরে তাদের মাথা চূর্ণ করার হুমকি দেয়ার মধ্যে নতুন বার্তা রয়েছে। তাইওয়ানকে মূল চীনে পুনঃএকত্রীকরণ, হংকংয়ে নিজেদের মনমতো সরকার চালান ও পূর্বচীন সাগরের উত্তেজনায় শত্রুদের উঠানো মাথাকে নমনীয় করতেই যে তিনি এভাবে বলছেন তা বোঝা যাচ্ছে। ভাষণে তিনি চীনা ‘পিপলস লিবারেশন আর্মি’র সক্ষমতার কথা তুলে ধরেন।

মহাকাশ অভিযানে চীন ধারাবাহিক চমক দেখাচ্ছে। সিপিসির শতবার্ষিকীতে তার উল্লেখের আগে থেকে তা ফলাও করে বিশ্বের সামনে প্রকাশ করে চলেছে চীন। করোনাভাইরাস মোকাবেলায় অবিশ্বাস্য সফলতার কথা তিনি বলেছেন। চীনা অগ্রগতির এসব দৃষ্টান্ত উপস্থাপনের পাশাপাশি এবার তিনি জোর দিয়ে প্রকাশ করলেন নতুন আরেক বিশ্বব্যবস্থার কথা। তার মতে পুরনো বিশ্বব্যবস্থাকে চীনারা পেছনে ফেলে দিয়ে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তুলছে। বৈশ্বিক নেতৃত্বের অবস্থান থেকে ঠিক এ ধরনের কথা শুধুমাত্র যুক্তরাষ্ট্র্রকে এর আগে বলতে দেখা গেছে। অপেক্ষাকৃত লাজুক ও লুকিয়ে থাকা চীনের, ঘোষণা দিয়ে বিশ্বআসর জমানোর ইঙ্গিত অবাস্তব কিছু নয়। এর সূচনা ধরতে গেলে আমেরিকাই প্রথম করেছে। আমেরিকার নেতৃত্বে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের প্রধান টার্গেট চীন। দেশটির নতুন প্রশাসন ইউরোপসহ বিশ্বের বাকি ধনী দেশ ও বন্ধুদের নিয়ে এ লক্ষ্যে অগ্রসর হচ্ছে। সম্মিলিতভাবে তারা চীনকে মোকাবেলা বা দাবিয়ে রাখতে চায়। মোট কথা, ঘোষণা দিয়েই আমেরিকা বিশ্ব চালকের আসনে চীনকে নিয়ে এসেছে।

আরো দেখুন