Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ জুলাই, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ

দারিদ্র্য

বাবা বললেন " মাংস দিয়ে কেউ ভাত খাও না"?

ছেলেমেয়েরা দাঁত বের করে হাসছে।

বলে " মাংস কোটে পামো? "

তোমরা গত একমাসের মধ্যে কেউ মাংস খেয়েছ? 

২০ জন বাচ্চাকাচচার মধ্যে মাত্র ০১জন হাত তুলল।

"আমি খাইছিলাম। ফুপা আসছিল। মা মুরগী পাক করছিল। "

এছাড়া তোমরা কেউ খাসির মাংস, গরুর মাংস খাও না?

ওরা বলে, "না খাই না।" একজন বলে, "কোরবানীর ঈদে খাই। গ্রামে কেউ যদি কোরবানী দেয় বাপজান মাংস কাটার কাম করে, হাড্ডি কাটার কাম করে।

তখন গোস্ত দেয়, হামরা খাই।"

"এছাড়া সারা বছর তোমরা গরুর মাংস, খাসীর মাংস খাও না? " 

"না।মাংস কোটে পামো?"


( আনিসুল হক)

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি