Loading..

প্রেজেন্টেশন

১১ জুলাই, ২০২১ ০৭:১৪ অপরাহ্ণ

অনুঃ ২.১ এর ৩ নং - লাভ, ক্ষতি, শতকরা পরিমাণ

অনুঃ ২১ এর ৩ নং 

৩। ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধানঃ

১ম ক্ষেত্রে,

১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা

১টি      ,,           ,,          ,,

                   = ৩ টাকা

২য় ক্ষেত্রে,

১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা

১টি      ,,           ,,          ,,

                   = ২ টাকা

উভয় প্রকার (১+১) বা, দুটি কলার ক্রয়মূল্য (৩+২) টাকা বা, ৫ টাকা।

আবার,

১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা

১টি      ,,           ,,          ,,

২টি      ,,           ,,          ,,

                   = ৫ টাকা

এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান।

তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না।

উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবে না।