Loading..

ম্যাগাজিন

১৬ জুলাই, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

"অপেক্ষা "- নাসরীন আক্তার বীনা

অপেক্ষা 

✍️নাসরীন আক্তার বীনা


চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়াই, 

পেছনে অনুভব করি শূন্যতা। 

ফিরে দেখি তুমি হীন 

ধুধু প্রান্তর। 

আমি স্তব্ধ হয়ে যাই,নিজেকে আবিষ্কার করি ভূল পথের মাঝে। 

নিস্পলক চেয়ে থাকি তুমি আসবে বলে,

জানি আমাকে খুঁজে পেতে ঠিকই তুমি আসবে। 

অপেক্ষার প্রহর যেন শেষ হয় না,

ক্লান্ত, বিধ্বস্ত আমি পথের মাঝেই বসে অপেক্ষার প্রহর গুনি। 

আমি অপেক্ষা করি নদীর তীরে, পথের ধারে, 

তোমায় খুঁজতে থাকি ঐ মাঠের ওপারের গহীন বনে, 

চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়াই বনের মাঝে,

পথ হারিয়ে আমি দিশেহারা। 

হঠাৎ করে কে যেন বলে ওঠে

ওই মেয়ে হারিয়েছো বুঝি পথের দিশা? 

খুঁজছো তোমার পথের সাথি?

চোখের ভাষা প্রকাশ করে সত্যতা। 

সে বলে "আমি হলাম ইচ্ছে পাহাড়"

উঠে বসো আমার চুঁড়ায়, 

মন থেকে তুমি যা চাইবে,কথা দিচ্ছি তাই পাবে। 

ইচ্ছে পাহাড় চুড়ায় আজো আমি বসে আছি

সে এসে ফিরিয়ে নেবে  আমায় সেই চেনা পথে।

একটা সময় সূর্য ও ক্লান্ত হয়ে ফিরে যায়,

শুধু ক্লান্ত আমি স্থবির 

সঠিক পথের সন্ধানে তোমার অপেক্ষায়

এখনো "ইচ্ছে পাহাড় " চুঁড়ায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি