Loading..

ভিডিও ক্লাস

১৭ জুলাই, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ

আইন [ LAW ]

উত্তরঃ-আইনের ফরাসী শব্দের অর্থ হলো নিয়মআইনের ইংরেজী প্রতিশব্দ হল LAW,আর  শব্দটি টিউটনিক শব্দ হল  LAG এর অর্থ স্থির বা অপরির্বতনীয়।ব্যক্তি,সমাজরাষ্ট্র নিয়ম দ্বারা পরিচালিত।তাই মানুষ নিয়মের দাস।সুতরাং আইন বলতে কতগুলি নিয়মকে বুঝি,যা দ্বারা মানুষের বাহ্যিক আচরনকে নিয়ন্ত্রন করে

জন অস্টিনের মতে;আইন হচ্ছে নিন্মতমের প্রতি উর্ধবতন রাজনৈতিক কর্তত্বের আদেশ।

এরিস্টটল মতে ;যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন

অধ্যাপক স্যালমন্ড মতেন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাহাই আইন

আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধি বিধানের সমষ্টি,যা রাষ্ট্রসমাজ কর্তৃক গৃহীতসমর্থিত এবং জনকল্যাণের জন্য অপরিহার্য

সুতরাং আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রন সংক্রান্ত নিয়মের সমস্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তক স্বীকৃত

এই আলোচনার শেষে,

 ১। আইনের অর্থ কি তা বলতে পারবে?

২। আইনের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে পারবে?

৩। আইনের উৎস গুলি কি কি তা বর্ণনা করতে পারবে?