Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ জুলাই, ২০২১ ০৬:৩৬ পূর্বাহ্ণ

OR gate

 

অর গেইট (OR gate) হচ্ছে যৌক্তিক যোগের গেইটযে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক (দুয়ের অধিক) ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান তাকে অর গেইট (OR gateবলে

অর গেইট ব্যবহার করা হয় বুলিয়ান যোগের জন্য। এই গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে।

অর গেইটের যেকোন একটি ইনপুট হাই (লজিক্যাল 1) হলে এর আউটপুট হাই (লজিক্যাল 1) হবে। সকল ইনপুট লো (লজিক্যাল 0) হলে এর আউটপুট লো হবে (লজিক্যাল 0)

 

আরো দেখুন