Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ জুলাই, ২০২১ ০৮:১৩ পূর্বাহ্ণ

রাউটার


হাব:  হাব হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক থাকা অনেকগুলো আাই সি টি যন্ত্র যা কম্পিউটারকে একসাথে যুক্ত করে যোগাযোগ করার সুযোগ করে দেয় । স্টার টপোলজিতে সব কম্পিউটার থেকে কেবল এসে একটি কেন্দ্রিয় স্থানে যুক্ত হয়। এ সেন্ট্রাল লোকেশনে থাকে একটি ডিভাইস যাকে হাব বলা হয় ।

 

সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে এক সাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। এক যন্ত্ৰকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায়, একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝে থাকি। তবে ইদানীং আমরা অনেক USB হাবও দেখে থাকে। 

আরো দেখুন