Loading..

ভিডিও ক্লাস

১৯ জুলাই, ২০২১ ০৬:১৫ অপরাহ্ণ

শ্রেণি-পঞ্চম, প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় ৮ পাঠঃ পৃথিবীর গতি।

পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।অন্যান্য গ্রহের মত পৃথিবী ও সূর্য্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে ।আবার এই ঘুর্ণনের সময় পৃথিবী নিজ অক্ষের উপর ও লাটিমের মত ঘুরছে। পৃথিবীর এই দুই ধরণের গতিকে যথাক্রমে বার্ষিক গতি ও আহ্ণিক গতি বলে। এই ভিডিওতে এনিমেশনের সাহায্যে ছবির মাধ্যমে অতি সুন্দর ভাবে বিষয় টি উপস্থাপন করা হয়েছে যেন ৫ম শ্রেণির শিক্ষার্থীরা সহজেই বিষয়টি বুঝতে পারে।