শ্রেণি-পঞ্চম, প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় ৮ পাঠঃ পৃথিবীর গতি।
পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।অন্যান্য গ্রহের মত পৃথিবী ও সূর্য্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে ।আবার এই ঘুর্ণনের সময় পৃথিবী নিজ অক্ষের উপর ও লাটিমের মত ঘুরছে। পৃথিবীর এই দুই ধরণের গতিকে যথাক্রমে বার্ষিক গতি ও আহ্ণিক গতি বলে। এই ভিডিওতে এনিমেশনের সাহায্যে ছবির মাধ্যমে অতি সুন্দর ভাবে বিষয় টি উপস্থাপন করা হয়েছে যেন ৫ম শ্রেণির শিক্ষার্থীরা সহজেই বিষয়টি বুঝতে পারে।

মতামত দিন


জাহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয় সেরা কন্টেন্ট নির্মাতাগণ ও সেরা উদ্ভাবক মহোদয় বাতায়নের সকল স্যার- ম্যাম মহোদয়গণ আমার আপলোডকৃত ৩৪তম কনটেন্ট সকলকে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার এ পাক্ষিকের কনটেন্ট এ রেটিং করার অনুরোধ করছি। আমার কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/1053143
সাম্প্রতিক মন্তব্য