Loading..

প্রেজেন্টেশন

১১ জুন, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা

রামায়ণের আদি কবি বাল্মিকী মুনি।রামায়ণকে বলা হয় আদি কাব‍্য। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা। কৃত্তিবাস বাংলায় রামাণ রচনা করেন।এই গ্রন্থে আছে আর্দশ রাজার কথা,ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের কথা,দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা।

কৃত্তিবাস রামায়ণে রত্নকর কাহিনি থেকে এই শিক্ষা পাই যে,যদি কেউ পাপ কার্য করে সেটার ফল তাকেই ভোগ করতে হয়।দস‍্যু রত্নকর ব্রক্ষ্মার উপদেশ গ্রহণ করে ঋষিতে পরিনত হয়েছে।

রামায়ণে রয়েছে পিতার প্রতি পুত্রের কর্তব‍্যের কথা পতিপ্রেমের পরাকাষ্ঠা জ‍্যেষ্ঠ ভ্রাতার প্রতি কণিষ্ঠ ভ্রাতার কর্তব‍্য ও আনুগত্য প্রকাশ, যেমন- দশরাথের সত‍্য রক্ষা করতে রামের চৌদ্দ বছরের জন্য বনবাস।

আরো দেখুন