Loading..

খবর-দার

২৪ জুলাই, ২০২১ ০১:১৫ অপরাহ্ণ

কুরবানির শিক্ষা

কুরবানির শিক্ষা

++++++++++++

আমরা আজ কুরবানী করলাম। কিন্তু কুরবানির শিক্ষা কতটুকঅর্জিত হল? কুরবানির মাধ্যমে আমরা আমাদের প্রিয় বস্তু উৎসর্গ করলাম। গরু,ছাগল,ভেড়া,উট,দুম্বা ইত্যাদি যার যার সাধ্যমত কুরবানী দিয়ে আমরা আমাদের প্রিয় বস্তু উৎসর্গের জানান দিলাম। প্রকৃত পক্ষে আমরা কি আমাদের প্রিয় বস্তু দান করতে পেরেছি? আমরা পশু কুরবানী করেছি,কিন্তু পশুত্ত্বকে কুরবানী করতে কি পেরেছি? আমাদের অনেকেরই মধ্যে ভর করে আছে অহংকার, হিংসা, লোভ! আমরা কি এ সব ত্যাগ করতে পেরেছি? এ সব ত্যাগ করতে পারলেই আমাদের  প্রকৃত কুরবানির শিক্ষা অর্জিত হয়েছে বলতে পারবো, অন্যথা নয়। আমাদের উচিৎ এ কুরবানী থেকে শিক্ষা নেয়া,তবেই কুরবানির সার্থকতা।