Loading..

প্রেজেন্টেশন

২৫ জুলাই, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ

গণিত, তৃতীয় শ্রেণি, ক্রমবাচক সংখ্যা।

শ্রদ্ধেয় প্যাডাগোজি রেটার স্যারগণ, এডমিন স্যারগণ, সেরা কনটেন্ট নির্মাতা স্যারগণ, সেরা অনলাইন পারফর্মার স্যারগণ, জেলা এম্বাসেডর স্যারগণ ও বাতায়ন প্রিয় স্যারগণ আমার পক্ষথেকে সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইল। এ পাক্ষিকে ন্যাপ কর্তৃক প্রণীত পাঠপরিকল্পনা অনুযায়ী ৩য় শ্রেণির গণিত বিষয়ের ১ম অধ্যায়ের "ক্রমবাচক সংখ্যা" বিষয়ক কনটেন্ট আপলোড করেছি। আমার কনটেন্ট দেখে আপনাদের গঠনমূলক মতামত ও পূর্ণরেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন,নিজেকে নিরাপদ রাখুন এবং আপনজনদের নিরাপদ রাখুন। 


এপাঠ শেষে শিক্ষার্থীরা-

৮.১.১ º ১১শ থেকে ২০তম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো পড়তে, লিখতেব্যবহার করতে পারবে।