Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৮ জুলাই, ২০২১ ০৯:৪৪ অপরাহ্ণ

অনলাইন শিক্ষা জোরদার করণ
প্রিয় শিক্ষকবৃন্দ,
শিক্ষক বাতায়ন কেন্দ্রিক অনলাইন ক্লাস খুবই জোরদার হয়েছে। বর্তমানে শিক্ষকবৃন্দ ঘরে বসেই নিজ পাঠ তৈরি করছেন এবং অনলাইনে তা শিক্ষার্থীদের নিকট পৌঁছে দিচ্ছেন। কিন্তু অনেক শিক্ষক লাইভে ক্লাস করে তা শিক্ষক বাতায়নে আপলোড দিতে পারছেন না। এর একটি কারণ, অনেক শিক্ষক এখনো শিক্ষক বাতায়নের সদস্য হন নাই বা নিজ প্রোফাইল আপডেট করেন নাই। শিক্ষকদের প্রতি অনুরোধ,আপনি দ্রুত প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার প্রোফাইল আপডেট করুন এবং "যাচাই করুন" এ ক্লিক করুন। যাচাই করন হলেই আপনাকে আপনার নিজ উপজেলায় শো করবে এবং আপনার ছবিতে একটি টিক চিহ্ন পড়বে। আর আপনি যদি জেলা এম্বাসেডর হন তবে ছবির নিচে আপনাকে আরও একটি ব্যাচ লাগানো হবে। এ ক্ষেত্রে জেনে রাখা ভাল যে,আগামীতে শিক্ষকদের পরিচিতি এবং সকল কর্মকাণ্ড বাতায়ন কেন্দ্রিক হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে বাতায়নে সক্রিয় হয়ে যান। নিজের ক্লাস জমা করুন এবং অন্যের ক্লাস দেখে নিন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি