Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ জুলাই, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

কচুরিপানা

চুরিপানা (Water Hyacinth)  এক প্রকার ভাসমান  জলজ উদ্ভিদ Eichornia crassipes। মাঝে মাঝে অত্যধিক পরিমাণে জন্মায় ও নদীনালা ভরে তুলে নৌ চলাচলে বাধা সৃষ্টি করে। এটি অবাধ ভাসমান গুল্ম, নিচে থেকে একথোকা লম্বা গুচ্ছমূল, ওপরে খর্বিত কান্ডে একথোকা পাতা। পাতার বোঁটা খাটো ও স্পঞ্জি। মঞ্জরি ১৫-২০ সেমি লম্বা, দন্ডে থাকে ১০-১২ দৃষ্টিনন্দন ফুল। বাংলাদেশে কচুরিপানা একটি  আগাছা, জন্মায় বদ্ধজলাশয়ে প্রায় সর্বত্র। বর্ষাকালে এ পানা দ্রুত বংশবৃদ্ধি করে এবং প্লাবনভূমিতে ব্যাপকভাবে ছড়ায়। ফুল ফোটে অক্টোবর-জানুয়ারিতে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি