Loading..

খবর-দার

২৯ জুলাই, ২০২১ ০৬:৪৯ পূর্বাহ্ণ

আতঙ্ক নয়, দরকার সচেতনতা।

??চমৎকার সুন্দর এই ধরণীতে অনেক দিন বেঁচে থাকতে কেনা চায়???

?️?️ কিন্তু প্রানঘাতী অদৃশ্য করোনা ভাইরাস আমাদের বাঁচার আশাকে কেমন যেন আশঙ্কাজনক করে দিয়েছে।

তবুও বাঁচার জন্য সকলের প্রাণপণ চেষ্টা চলমান। কতটা কষ্ট, যন্ত্রনা আর মৃত্যুকে খুব কাছ থেকে দেখে একজন করোনা রোগী, সেটা সেই জানে যে যুদ্ধ করে আবার প্রাণ ফিরে পেয়েছে।??

এতে যে শুধু রোগী কষ্ট পায় তাই নয়, কষ্ট পায় তার কাছের মানুষ গুলো এমনকি তার সকল শুভাকাঙ্ক্ষীরাও ।

পাশাপাশি চিকিৎসার জন্য মোটা অংকের ব্যয় তো আছেই। সামান্য সর্দি,  কাশি বা জর কে গুরুত্ব না দেয়ার সময় এখন আর নেই। 

??দু'চারটা নাপা, হিস্টাসিন,  কাশির সিরাপে কিছুই আসবে যাবে না,  যদি আপনার দেহের স্পন্দন,  আপনার ফুসফুস অচল হয়ে যায়। লাখ লাখ টাকাও তখন আপনাকে বাঁচাতে পিছপা যাবে।

উন্নয়নশীল এই দেশে অসংখ্য দরিদ্র মানুষের পক্ষে এই ব্যয় বহন করা কখনো সম্ভব নয়।

এছাড়া সামাজিক অবহেলা যে কি সেটাও আপনার বুঝতে আর বাকি থাকবে না।

এখনো যারা ভাবছে করোনা কোন রোগই না, তাদের জন্য বলছি আর অবহেলা নয়, এখনি সচেতন হোন।

সাবধান, করোনা কে অবহেলা নয়।

আসুন নিজে বাঁচি,নিজের পরিবার, সমাজ তথা দেশকে বাঁচাতে সচেতন থাকি। নিয়মিত মাস্ক ব্যবহার করি, বারাবার সাবান দিয়ে হাত ধুই।??

আসুন সবাই মিলে সুস্থ পৃথিবীর জন্য অপেক্ষা করি।???