Loading..

নেতৃত্বের গল্প

২৯ জুলাই, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ

নেতৃত্বের গল্প-৩ অনলাইন ক্লাস বাস্তবায়ন

সুপ্রিয়, সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নেতৃত্বের গল্প-৩ (অনলাইন ক্লাস বাস্তবায়ন) দেখার জন্য আমি, মো: মাহমুদুল হক (আলাউদ্দীন) সহকারী প্রধান শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। সম্মানিত সুধী ২০২০ সালের ১৭ মার্চ যখন প্রথম বারের মতো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তখন সরকারের পক্ষ থেকে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত আসে। কিন্তু সেটা পর্যাপ্ত মনে হয়নি আমার কাছে। তাই প্রথমে নিজে এবং পরবর্তীতে অধ্যক্ষ স্যারের সাথে আলোচনা সাপেক্ষে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সাথে রুটিন অনুসারে তিনটি ফেসবুক পেজ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করি। পরবর্তীতে গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং সহশিক্ষা কার্যক্রম শুরু করি। যার কারণে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের লেখা-পড়া চালিয়ে যেতে সক্ষম হয়। এই ভিডিওটিতে অনলাইন ক্লাস কিভাবে পরিচালনা করা হয় তা তুলে ধরা হয়েছে নেতৃত্বের গল্প-৩ হিসেবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। একই সাথে ভিডিওটিতে লাইক প্রদান এবং শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন-আল্লাহ হাফেজ।