সুখী মানুষ -২য় অংশ -মমতাজ ঊদ্দীন আহমদ -বাংলা ১ম পত্র -৮ম শ্রেণি- আনজুমানয়ারা খাতুন
- শিখন ফল
এ পাঠ শেষে শিক্ষার্থীরা ...............
১। নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে।
২। মানুষের চাহিদার স্বরুপ বর্ণনা করতে পারবে।
৩। কাঠুরিয়া লোকটি নিজেকে সুখী মনে করে কেন - তা ব্যাখ্যা করতে পারবে।
৪। সুখী মানুষ নাটিকাটির মূলভাব বিশ্লেষণ করতে পারবে।

মতামত দিন


মোঃ মুজিবুর রহমান
চমৎকার ও গঠনমূলক উপস্থাপন, লাইক ও পূর্ন রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল?।✈️ আমার বাতায়ন প্রোফাইলে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল ✌️।

মোঃ সাইফুর রহমান
প্রিয় বাতায়নের সন্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, আমি বেশকিছু দিন যাবত লক্ষ্য করছি। বাতায়নের সন্মানিত কিছু সদস্য কনটেন্ট এ দিক নির্দেশনামূলক কোনো পরামর্শ না দিয়ে প্রতিহিংসার বশত রেটিং কম দিতেছেন। প্রিয় স্যার আমরা কাউকে নিরুৎসাহিত না করি। তাহলে অনেকেই বাতায়ন থেকে বিদায় নিবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়িত করি। ২০২১ সালের মধ্যে সকল শিক্ষককে বাতায়নের সদস্য করি। কারো কনটেন্ট যদি মানসম্মত না হয়। তাহলে তাকে গঠনমূলক পরামর্শ দেই যাতে তার কনটেন্ট মানসম্মত হয়। আমরা প্রানের বাতায়নে সত্যতার সাথে কাজ করে যাই। এক দিন আপনার সাফল্য আসবেই। পরিশ্রম কোনো দিন বিথা যায় না। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

আব্দুল হামিদ মো: শফিউল্লাহ
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাঃ রুহুল আমিন
আপনার সুন্দর ভিডিও কন্টেন্ট উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।

মোঃ আসাদুজ্জামন
আপনার সুন্দর ভিডিও কন্টেন্ট উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।
সাম্প্রতিক মন্তব্য