Loading..

ম্যাগাজিন

৩১ জুলাই, ২০২১ ০৪:২৮ পূর্বাহ্ণ

'আমি নারী নই আমি মানুষ "

আমি নারী নই আমি মানুষ

নাসরীন আক্তার বীনা

২৮//২০২১

 

মাথার উপরের চাঁদটাকে

ওই উঁচু গাছটির মগডালে উঠে

লম্বা লাঠি দিয়ে হাতে নিয়ে আসা যায়,

দেখে সেটা সম্ভব মনে হচ্ছে।

আসলেই কী চাঁদকে কখনো নামিয়ে আনা সম্ভব?

কিছু কিছু অসম্ভবকে কখনো কখনো সম্ভব মনে হয়,আর কিছু কিছু সম্ভব হয় অসম্ভব, অবাস্তব বটে।

অসম্ভব, অবাস্তব এই বিষয়গুলো শুধু নারীদের জন্য প্রযোজ্য।

আমাদের এই ঘুণধরা সমাজে

"" যুক্ত শব্দগুলি নারীদের জন্যই নির্ধারিত।

মানতে চাইছো না তো?

পুর্ণিমা রজনীতে চারদিক যখন জোছনায় স্নান করে

তখন তো আমারও নদীর জলে পা ডুবিয়ে

জোছনা বিলাসের সাধ হয়।

মধ্য রাতে যখন পৃথিবী নিঝুম,

ফাঁকা রাস্তায় প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে বড় ইচ্ছে হয় যে!

যখন ভীষণ মন খারাপ থাকে

একাকী প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ইচ্ছে করে।

সবসময়ই মনে লালন করি ইচ্ছে

নিজের দেশটাকে দেখি,উপভোগ করি এর পরতে পরতে সাজানো অপার সৌন্দর্য।

বসন্তে কোকিল ডাকে,নদীর তীর ঘেষে হাওয়া বয়ে চলে উদ্যাম গতিতে,

খোলা চুল,শারির আঁচল, আর ডুবতে থাকা সূর্য

আমাকে যে ভীষন টানে,

হঠাৎ করে পশ্চিম আকাশ কালো হয়ে হুর মুড়িয়ে বৃষ্টি নামে,

খুব ইচ্ছে হয় বৃষ্টিতে আর আমাতে একাকার হতে,

আরো কত কত কী প্রতিনিয়ত আমাকে টানছে

কিন্তু কোনটিই কী আমি পারছি?

"না "

কারন আমি নারী।

তোমরা লিঙ্গের ভিত্তিতে পৃথক করেছো আমাকে,

কিন্তু ভুলে গেছো আমার আসল পরিচয়

আমি নারী নই,আমি মানুষ।

যেদিন তুমি আসল পরিচয়ে আমাকে চিনবে,

সেদিন বিলীন হবে "" এর ছাপ।

আমার ইচ্ছেরা পাবে তাদের স্বাধীনতা।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি