Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ আগস্ট, ২০২১ ০৭:২৭ অপরাহ্ণ

বাবুই পাখির বাসা

বাবুই পাখির বাসা উল্টানো কলসির মত দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয় ঘাসের আস্তরণ সারায়। যত্ন করে পেট দিয়ে ঘষে(পালিশ করে) গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে। পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়। অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয়। কথিত আছে: রাতে বাসায় আলো জ্বালার জন্য বাবুই জোনাকী ধরে এনে গোঁজে।[তথ্যসূত্র প্রয়োজন]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি