Loading..

খবর-দার

০৩ আগস্ট, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

ওয়ানডে, টেস্টের পর টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ওয়ানডে, টেস্টের পর টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।  
ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর ১৯৮৬ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার টাইরন ফার্নান্দো স্টেডিয়াম প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। 
১৯৯০ সালে আরব আমিরাতের শারজায় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচের পর ৯ বছর পর ১৯৯৯ সালে আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় টাইগাররা। 
এরপর ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয় দুই দলের। তবে ২০০৩ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে অস্ট্রেলিয়া। 
২০০৫ সালে কার্ডিফে নেটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২৪৯ রানে গুটিয়ে দিয়ে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিময় ম্যাচে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 
২০১৭ সালের আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের অভিজাত ফরম্যাটে প্রথম জয় পায় বাংলাদেশ। 
মঙ্গলবার মিরপুরে অসিদের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেল টাইগাররা। 
এদিন ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের জয় পায় বাংলাদেশ।