Loading..

খবর-দার

০৩ আগস্ট, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

চাঁদে গাড়ি চালানোর ৫০ বছর

চন্দ্রাভিযান ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তকে উদযাপন করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ঠিক ৫০ বছর আগে পৃথিবীর বাইরে প্রথম কোনো যান চালানোর অভিজ্ঞতা পেয়েছিল মানুষ। ১৯৭১ সালের ৩১ জুলাই সেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন মার্কিন নভোচারী ডেভিড স্কট ও জেমস আরউইন। অ্যাপোলো ১৫ অভিযানের নভোচারীরা যখন চাঁদে অবতরণ করেন, তাদের চন্দ্রযানে প্রথমবারের মতো একটি রোভার পাঠানো হয়। সেটি ব্যবহার করে ডেভিড স্কট ও জেমস আরউইন চাঁদে প্রথম লুনার রোভিং ভেহিকল (এলআরডি) চালান। এরপর থেকে রোভার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখনো সেই এলআরডি থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানো হয়। চাঁদের যেসব জায়গায় নভোচারীরা সহজে হেঁটে যেতে পারতেন না, সেখান থেকে নমুনা সংগ্রহ এবং চাঁদের ভূপৃষ্ঠ ঘুরে দেখার জন্য এই এলআরডিটি সঙ্গে নিয়েছিলেন তারা। পৃথিবীতে ফিরে আসার আগে তারা প্রায় তিন ঘণ্টা এটি চালিয়েছিলেন। উল্লেখ্য, মানবচালিত ২০৮ কেজি ওজনের রোভারটি প্রয়োজন অনুযায়ী ভাঁজ করে রাখা যেত। ঘণ্টায় সর্বোচ্চ ৮ কিলোমিটার গতিতে এটি চলতে পারত।