Loading..

খবর-দার

০৩ আগস্ট, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ

টিপস জুমে নাম ও ছবি পরিবর্তনের উপায়

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। এ সময় লকডাউনের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্রম হোম’ চালু করে। কর্মস্থলের গুরুত্বপূর্ণ সব কাজ এমনকি মিটিংও সারতে হয় অনলাইনে। এক্ষেত্রে জুমেই ভরসা করেছে বেশির ভাগ মানুষ। কম্পিউটার, অ্যানড্রয়েড স্মার্টফোন এমনকি অ্যাপলের আইফোনেও কাজ করে অ্যাপ্লিকেশনটি। জুম অ্যাপে অনেক সময় নাম ও ছবি পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। আজকের আয়োজনে জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তনের উপায় নিয়ে বিস্তারিত লিখেছেন- সৈয়দ আসাদুজ্জামান আরমান

জুম অ্যাপলিকেশনে নাম ও ছবি পরিবর্তনের উপায়

স্মার্টফোনে

* প্রথমে স্মার্টফোনে থাকা অ্যাপে প্রবেশ করে স্ক্রিনের নিচে ডান দিকে ‘সেটিংস’-এ ক্লিক করতে হবে।

* সেটিংস থেকে ব্যবহারকারীর নামের ওপর ক্লিক করতে হবে।

* নাম পরিবর্তন করতে ‘ডিসপ্লে নেম’-এ ক্লিক করে পপ-আপ বক্স থেকে নাম পরিবর্তন করা যাবে।

* জুমের ছবি পরিবর্তন করতে ‘প্রফাইল ফটো’-এ ক্লিক করতে হবে এবং নতুন ছবি তোলা বা আপনার গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন।

ডেস্কটপে

* কম্পিউটার ডেস্কটপ থেকে জুম অ্যাপে প্রবেশ করে অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচে ‘পার্টিসিপান্টস’-এ ক্লিক করতে হবে। সেখানে অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখা যাবে।

* ব্যবহারকারীর নামের ওপর ক্লিক করে ‘মোর’-অপশনে ক্লিক করতে হবে।

* ‘রিনেইম’-এ ক্লিক করতে হবে এবং পপ-আপ উইন্ডোতে আপনার পছন্দসই নাম লিখে এন্টার চাপতে হবে।

* প্রোফাইল ছবি যুক্ত করতে একইভাবে ‘মোর’-এ ক্লিক করে ‘অ্যাড এ প্রফাইল পিকচার’-এ ক্লিক করে ফাইল ব্রাউজার থেকে একটি ছবি নির্বাচন করে এন্টার দিলেই হয়ে যাবে।