Loading..

উদ্ভাবনের গল্প

০৫ আগস্ট, ২০২১ ০৭:০৩ অপরাহ্ণ

বিজ্ঞান ভীতি দূর

আসসালামু আলাইকুম।আমি আমার প্রাথমিক বিজ্ঞান  ক্লাসে আমার শিক্ষার্থীদের হাতে কলমে পাঠ দেওয়ার চেষ্টা  করি। তারা বেলুনের  সাহায্যে  পরীক্ষা  করে  বায়ুর ওজন আছে। এবং পরীক্ষার  মাধ্যমে  তারা প্রমাণ করতে  পেরে খুবই  আনন্দিত। এভাবে  তারা পাঠ্যবস্তু খুবই  সহজে  বুঝতে পারে এবং বিজ্ঞানের প্রতি তাদের  যে ভয় সে ভয়টা দূর হয়।ধন্যবাদ  সবাইকে।