Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ আগস্ট, ২০২১ ০৫:১২ অপরাহ্ণ

কমিউনিকেশন সিস্টেম Communication System

কমিউনিকেশন সিস্টেম communication system

কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। যার অর্থ to share (আদান-প্রদান) । কমিউনিকেশন শব্দটির অর্থ হলো যোগাযোগ। কার সাথে কার যোগাযোগ?  মানুষের সাথে মানুষের নাকি যন্ত্রের সাথে যন্ত্রের?  প্রকৃতপক্ষে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগই হচ্ছে কমিউনিকেশন। অন্যদিকে সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোন সমন্বিত ব্যবস্থাকে বুঝবো। আর এই যোগাযোগের জন্য ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিফোন লাইন, ফাইবার অপটিকস ক্যাবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহৃত হয় । সুতরাং যে পদ্ধতিতে আমরা ডেটা বা উপাত্তকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করি এবং পরে সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন বলে।

আরো দেখুন