Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ আগস্ট, ২০২১ ০৯:৫৩ পূর্বাহ্ণ

টিম বার্নার্স লি Tim Berners Lee

www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক 

  • টিম বার্নার্স-লি বা স্যার টিমোথি জন "টিম" জন বার্নার্স-লি(ইংরেজি:Tim Berners-Lee) (জন্ম জুন ৮,১৯৫৫), এবং TimBL নামেও যিনি পরিচিত, যিনি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

১৯৮৯ সালে ইন্টারনেটের http বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য ১৯৯২ সালে Tim Berners- Lee সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। এ কারণে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ( www) এর জনক হিসেবে পরিচিত।

আরো দেখুন