Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ আগস্ট, ২০২১ ০৪:৩৩ অপরাহ্ণ

ইবনে খালদুনের রচনাবলি ১। আল-মুকাদ্দিমা
img
Mansura Akter

প্রভাষক

ইবনে খালদুন রচিত বিখ্যাত ইতিহাস গ্রন্থ যা কিতাব আল - ইবার নামে পরিচিত। গ্রন্থটি তিনটি পর্যায়ে বিভক্ত। ইবনে খালদুনের বিশ্ব ইতিহাস সম্পর্কিত কিতাব আল-ইবার গ্রন্থটি সাতটি  খন্ড সমাপ্ত য়েছে। প্রথম খন্ড অর্থাৎ মুকাদ্দিমা তে আছে আল উমরান অর্থাৎ সংস্কৃতিবিজ্ঞান মুকাদ্দিমা এর অংশটি ইতিহাস দর্শনও সমাজ বিজ্ঞান হিসেবে সর্বজন স্বীকৃত। ইবনে খালদুন ১৩৮০ খ্রিস্টাব্দে তার বিশ্ব ইতিহাসের প্রথম খন্ড মুকাদ্দিমা রচনা করেন। আর বিশ্ব ইতিহাসের সপ্তম খন্ড রচনা শেষ ১৩৯২ খ্রিস্টাব্দে।

 

আরো দেখুন