Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ আগস্ট, ২০২১ ০৭:৩১ অপরাহ্ণ

https://youtu.be/DTzOxc4j9rQ
  • ১। মহাভারতের মূল বৃত্তান্ত হল চন্দ্রবংশীয় দুই পরিবার পাণ্ডব ও কৌরব তথা ধর্ম ও অধর্ম পক্ষের মধ্যে মহাসংঘর্ষ।

    ২। পঞ্চপাণ্ডব ও শতকৌরবের মধ্যে ভূমির অধিকার সম্পর্কিত যে যুদ্ধ হয়, তা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত।


    শ্রীমদ্ভগবদগীতার প্রতিটি অধ্যায় পাঠের ফল ভিন্ন ভিন্ন। 

    গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়।

    দ্বিতী অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়

    তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে  সর্বপাপ দূর হয়।

    চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রীহত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে থাকে।

    পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্যমহাপাপ দূর হয়।

    ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য নাশ হয়।

    সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে।

    অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়।

    নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মত পূণ্য লাভ হয়।

    দশম অধ্যায় সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মেপাঠ করলে

    একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়।

    দ্বাদশ অধ্যায় পাঠের ফলে  বিশুদ্ধ ভক্তি জন্মে।

    ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ হয়।

    চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেদি যজ্ঞের  মহাফল লাভ হয়।

    পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়।

    ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। 

    সপ্তদশ অধ্যায় পাঠের ফলে  রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয়। 

    অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি