Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ আগস্ট, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের গ্রাম ও শহরের রীতিনীতি ,সংস্কার, বিশ্বাস এবং মূল্যবোধ।
img
Mansura Akter

প্রভাষক

         প্রথমত: শহরে সম্প্রদায় একটি অভিন্ন স্বার্থের উপর নির্ভর করে গড়ে  উঠেছে। আর গ্রামীণ সমাজের ভিত্তি অধিবাসীদের অভিন্ন রক্তের সম্পর্কের ওপর। গ্রামের চেয়ে শহরের সামাজিক সম্পর্কের পরিধি ও অধিক বিস্তৃত। ফলে শহুরে জীবন অধিক জটিল ও বৈচিত্র্যপূর্ণ। রামের মতো শহরের সামাজিক সম্পর্ক ততটা অন্তরঙ্গ নয়।

          দ্বিতীয়তঃ শহুরে সমাজের অধিবাসীদের মধ্যে আন্তরিকতা ,আদর্শ -মূল্যবোধ ও মানবিকতার অবাক চোখে পড়ে। এ সমাজের সদস্যদের মধ্যকার সম্পর্ক নিতান্তই আনুষ্ঠানিক।পক্ষান্তরে গ্রামীণ সমাজের সদস্যদের মধ্যে আন্তরিক, ঘনিষ্ঠ ও অনানুষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির মাধ্যমে তা প্রকাশিত হয়।

আরো দেখুন