Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ আগস্ট, ২০২১ ০৪:৩১ অপরাহ্ণ

গারোদের নামকরণ।
img
Mansura Akter

প্রভাষক

গারোদের আদি বাসস্থান ও নামের উৎপত্তি নিয়ে নৃতত্ত্ববিদ ও গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে গারোদের অন্যতম দল গারা গান- চিংয়ের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ।অনেকএ মনে করেন, গারো পাহাড়ের নাম অনুসারে এ গোষ্ঠীর নাম রাখা হয়েছে। আদিবাসী গবেষক সুবাস জেংচাম বলেন গারো অন্যদের দেওয়া নাম । গারোরা কখনোই নিজেদের নামে পরিচয় দিতে পছন্দ করেন না ।তারা নিজেদের আচিক মান্দিঅথবা মান্দি বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন ।

 

আরো দেখুন