Loading..

প্রেজেন্টেশন

১২ আগস্ট, ২০২১ ০৯:১৩ অপরাহ্ণ

অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি এসিড খনিজ সম্পদঃ জীবাশ্ম জ্বালানি। রসায়ন-২
img
Waliullah

সহকারী শিক্ষক

অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি এসিড খনিজ সম্পদঃ  জীবাশ্ম জ্বালানি। রসায়ন-২

যে সমস্ত যৌগে হাইড্রোক্সিল মূলক (-OH) বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে।

অ্যালকোহল এর সাধারণ সংকেত CnH2n+1 -OH

অ্যালকোহল শ্রেণির প্রথম সদস্য মিথানল (CH3 -OH), দ্বিতীয় সদস্য ইথানল (C2H5 -OH)

অ্যালকোহল কে (R -OH) দিয়ে প্রকাশ করা হয়।

প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল পদার্থ এবং পানিতে সকল অনুপাতে দ্রবনীয়।