Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ আগস্ট, ২০২১ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রতিপাদ স্থান

ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন বিন্দুর বিপরীত বিন্দুকে প্রতিপাদ স্থান বলেপ্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরিত দিকে থাকেকোন স্থানের অক্ষাংশ যত ডিগ্রি , এর প্রতিপাদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবেকোন স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা যোগ করলে ১৮০ ডিগ্রি হবেসুতরাং, ১৮০ ডিগ্রি থেকে এক স্থানের দ্রাঘিমা বাদ দিলে এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা পাওয়া যায়ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি