পাঠসংশ্লিষ্ট চিত্র/ইমেজ

পাক্ষিক সেরাদের অভিনন্দন (১ম পাক্ষিক আগস্ট ২০২১)

মোহাম্মদ শামছুন নূর ১৩ আগস্ট,২০২১ ১৭৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৫.০০ রেটিং ( )

সম্মানীত প্যাডগজি রেটার মহোদয়, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার, সেরা উদ্ভাবনী গল্প নির্মাতা এবং বাতায়নের প্রাণশক্তি প্রিয় শিক্ষক মহোদয়গণ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ/ আদাব। আগস্ট ২০২১ সেরা রেটিংয়ের ভিত্তিতে যারা বাতায়ন সেরা হয়েছেন তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা রহিল। তাদের নিরলস প্রচেষ্টা শিক্ষক বাতায়নকে দিবে গতি, শিক্ষার্থীর মাঝে তা হয়ে থাকবে জ্ঞানের আলোর মশাল। শুভ হোক সকলের আগামীর পথ চলা।


মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ মুজিবুর রহমান
১৭ অক্টোবর, ২০২১ ০৫:১০ পূর্বাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভেচ্ছা আমার কনটেন্ট দেখার জন্য অনুরোধ করছি।