Loading..

প্রকাশনা

১৩ আগস্ট, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ

মিলের খেলায়

মিলের খেলায়

                 -মোঃ সুলতানুল আরেফীন

তোমার আমার মিলের খেলায়

নিত্য প্রহর যা দেখা যায় -

ভুলের ছড়াছড়ি

আমার শুধু ভুল হয়ে যায়।

ভাবনাগুলো রং ছড়াতেই ফাগুন ওঠে হেসে।

আর- কথার মেলা স্বপ্নচূড়ায় বেড়ায় ভেসে ভেসে

তখন-আলতো চোখে চোখ মেলাতেই উদাস হয়ে যাও-

আমার শুধু ভুল হয়ে যায়।

 

জোসনা ভেজা মধ্য রাতে

যখন- এপাশ ওপাশ বিছানাতে

তখন- তোমার ডাকে, কথার বাঁকে

নিয়ম ভাঙ্গার ইচ্ছে জাগে। 

তখন- তোমার চোখে চোখ মেলাতেই চোখ নামিয়ে নাও-

আমার শুধু ভুল হয়ে যায়।

 

বর্ষাভরা মেঘলা দিনে                       

কল্পকথার গল্প এনে,                     

নানান ছলের শব্দকলা

ষ্পর্শগুলোর মিষ্টি দোলা-                

যখন- গুনগুনিয়ে গাও

তখন-তোমার সুরে সুর মেলাতেই উদাস হয়ে যাও।

 

পুষ্পঝরা বিকেল বেলায়

লক্ষ কথার মিলন মেলায়,

স্বপ্ন ভরা দুচোখ দিয়ে

যখন- আমার পানে চাও-

ঠিক তখনই তোমার চোখে

ভাঙ্গা গড়ার নাচন ওঠে-

আর মিছেমিছি কপট রাগে

কটমটিয়ে চাও-

তোমার চোখে চোখ পড়তেই

চোখ সরিয়ে নাও।

 

যখন মনে আলোর নাচন

অন্ধকারে ভয়,

বললে হেসে তোমার নাকি

অন্ধকারই সয়।

আমার- মিথ্যা মায়ার স্বপ্ন দোলায় খেই হারিয়ে যায়

তখন- তোমার পায়ে তাল মিলাতেই ভীষণ পড়ি দায়।

তাই তোমার আমার মিলের খেলায়

ভুলের ছড়াছড়ি-

আমার শুধু ভুল হয়ে যায়।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি