মিলের খেলায়

মিলের খেলায়
-মোঃ সুলতানুল আরেফীন
তোমার আমার মিলের খেলায়
নিত্য প্রহর যা দেখা যায় -
ভুলের ছড়াছড়ি
আমার শুধু ভুল হয়ে যায়।
ভাবনাগুলো রং ছড়াতেই ফাগুন ওঠে হেসে।
আর- কথার মেলা স্বপ্নচূড়ায় বেড়ায় ভেসে ভেসে
তখন-আলতো চোখে চোখ মেলাতেই উদাস হয়ে যাও-
আমার শুধু ভুল হয়ে যায়।
জোসনা ভেজা মধ্য রাতে
যখন- এপাশ ওপাশ বিছানাতে
তখন- তোমার ডাকে, কথার বাঁকে
নিয়ম ভাঙ্গার ইচ্ছে জাগে।
তখন- তোমার চোখে চোখ মেলাতেই চোখ নামিয়ে নাও-
আমার শুধু ভুল হয়ে যায়।
বর্ষাভরা মেঘলা দিনে
কল্পকথার গল্প এনে,
নানান ছলের শব্দকলা
ষ্পর্শগুলোর মিষ্টি দোলা-
যখন- গুনগুনিয়ে গাও
তখন-তোমার সুরে সুর মেলাতেই উদাস হয়ে যাও।
পুষ্পঝরা বিকেল বেলায়
লক্ষ কথার মিলন মেলায়,
স্বপ্ন ভরা দুচোখ দিয়ে
যখন- আমার পানে চাও-
ঠিক তখনই তোমার চোখে
ভাঙ্গা গড়ার নাচন ওঠে-
আর মিছেমিছি কপট রাগে
কটমটিয়ে চাও-
তোমার চোখে চোখ পড়তেই
চোখ সরিয়ে নাও।
যখন মনে আলোর নাচন
অন্ধকারে ভয়,
বললে হেসে তোমার নাকি
অন্ধকারই সয়।
আমার- মিথ্যা মায়ার স্বপ্ন দোলায় খেই হারিয়ে যায়
তখন- তোমার পায়ে তাল মিলাতেই ভীষণ পড়ি দায়।
তাই তোমার আমার মিলের খেলায়
ভুলের ছড়াছড়ি-
আমার শুধু ভুল হয়ে যায়।।

মতামত দিন


মোঃ ইরফান খান
মানসম্মত ও চমৎকার প্রকাশনা উপস্থাপনা করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে লাইক ও পূর্ণ রেটিং সহ আন্তরিক অভিনন্দন। এই পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট -এ- লাইক ও পূর্ণ রেটিং সহ মতামত এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানের জন্য আপনার নিকট ও বাতায়নপ্রেমী সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। My Content Link :https://www.teachers.gov.bd/content/details/1093938

ফারজানা আমিন
লাইক,রেটিং সহ অনেক অনেক শুভকামনা রইল সেই সাথে আমার কনটেন্ট দেখার অনুরোধ করছি।

মোহাম্মদ সাইফুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে সেরা নেতৃত্বের গল্প দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।?
সাম্প্রতিক মন্তব্য