Loading..

খবর-দার

১৩ আগস্ট, ২০২১ ০৫:৪৭ অপরাহ্ণ

# সেরা উদ্ভাবক হওয়ার গল্প #

# সেরা উদ্ভাবক হওয়ার গল্প #

নির্ঘুম স্বপ্নের সফল বাস্তবায়ন! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! "প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআ'লার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে সৃষ্টি করে মেধার বিকাশ ঘটিয়েছেন।" শ্রদ্ধা আর বুক ভরা ভালোবাসা আমার জনম দুঃখিনী মায়ের প্রতি । লক্ষ্য যখন অটল,অটুট, অবিচল আর পেশা যখন নেশা, স্বপ্নেরা তখন আলো ছড়ায়! হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার নামই সফলতা। নিজেকে একজন সফল শিক্ষক হিসেবে গড়ে তুলার স্বপ্ন দেখি...........................একজন শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরতে যে স্বপ্ন আমাকে তাড়া করতো, তার একটি শিক্ষক বাতায়নে সপ্তাহের ( ৩৯তম) “সেরা কনন্টেন্ট নির্মাতা” হওয়া যা ২০১৯ ইং সালে সম্ভব হয়েছে, তারপর জেলা শিক্ষক আম্বাসেডর হওয়া যা ২০১৯ ইং সালে সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( উপজেলা)-২০১৯ নির্বাচিত হওয়া, তারপর আরও একটি স্বপ্ন দেখতে শুরু করি তা হলো “সেরা উদ্ভাবক” এটাও সম্ভব হলো আগষ্ট - ২০২১ ইং প্রথম পাক্ষিকে (০১-০৮-২০২১ ইং) বিশ্বের অন্যতম বড় প্লাটফর্ম (শিক্ষক বাতায়ন) পেইজে ভাসতে থাকা !!! এই আনন্দগুলো ভাষায় প্রকাশ করা যায়না!! আমার এই অর্জনের পেছনে যাদের আন্তরিকতা ও সহযোগিতা সবসময়ই ছিল তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি..... শ্রদ্ধেয় অভিজিৎ সাহা স্যার (প্রোগ্রাম এসিস্ট্যান্ট a2i), শ্রদ্ধেয় মোহাম্মদ কবির হোসাইন স্যার, শ্রদ্ধেয় সুমন হাবিব স্যার, শ্রদ্ধেয় ইমরান অভি স্যার ।। আরোও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এটুআই শিক্ষা টিমকে, শিক্ষক বাতায়ন সারাদেশের শিক্ষকদের কাজের মূল্যায়ন করে আলোকিত ও অনুপ্রাণিত করছেন a2i শিক্ষা টিম. করোনাকালীন সময়ে যাদের অনুপ্রেরণা ছিলো পাথেয়- প্রিয় খুরশীদুজ্জামান আহমেদ স্যার, প্রিয় আখতার হোসেন লিটন স্যার, সৈয়দ মাহবুব হাসান আমীরি স্যার, ইবনুল হাসান তুষার স্যার, মো. লোকমান হাকিম লিটন, মো. আজাহারুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. রফিকুল বারী, মো. আবু তালেব মিয়া, শেখ মো. সোহেল রানা, সন্জিব বর্মন (বিজ্ঞানী), নাহিদ আক্তার, নারায়ন রায়, কৈলাশ চন্দ্র রায়, মারুফা লিজা, মাওলানা নাজমুল হক, নাজমুল হক, অসীম কুমার সেন, রুপা মল্লিক রুপু, মোর্শেদ পায়েল স্যার, হারুন-অর- রশিদ স্যারসহ আরোও যারা আমাকে কমেন্টস এবং নিজের টাইমলাইনে পোষ্ট দিয়ে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন সবাই আমাকে ঋণি করেছেন- আপনাদের ঋণ কখনও শোধ হবে না, হবার নয়! আমি চির কৃতজ্ঞ ।। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো a2i ও বাতায়নের সম্মানীত সকল কর্মকর্তাগন, প্যাডাগজী রেটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ।। আমি চির কৃতজ্ঞ- পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার জনাব- সৈয়দ সুজা মিঞা , একাডেমিক সুপারভাইজার জনাব- ফারুকুজ্জামান ডাকুয়া স্যার মহোদয়গণ, আমার বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. শামসুল আলম স্যার, আমার বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক সহ আমার উপজেলার সম্মানিত শিক্ষকগণ যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন এবং সাহস দিয়েছেন।। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক পরম শ্রদ্ধেয় মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে যাদের অনুপ্রেরণা আমার সফলতার পাথেয় ! বিশেষ ধন্যবাদ আর ভালোবাসা আমার পরিবারের প্রতি বিশেষ করে আমার অর্ধাঙ্গিনী যিনি রাতের পর রাত জেগে আমার পাশে থেকে কাজের উদ্দীপনা সৃষ্টি করে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।। সবার প্রতি শ্রদ্ধা,ভালোবাসা আর কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।। পরিশেষে, সকলের কাছে দোয়া চাই যেন এ সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আমার দেশ , আমার বিদ্যালয় পাঠদানের মাধ্যমে সুনাগরিক ও মানব সম্পদ তৈরিতে কিছু করতে পারি।। আর যাদের নাম আমি দিতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, সবাই দোয়া করবেন যেন ভালো কাজ করে যেতে পারি, আপনাদের ভালোবাসায় সিক্ত। মো. খলিলুর রহমান সহকারী শিক্ষক (আইসিটি) চন্ডিপুর মডেল হাইস্কুল পীরগাছা, রংপুর। ০১৭১৭৫৯০৯৬৭ # আইসিটি ফর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর (এটুআই)-২০১৯ # সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা (৩৯তম সপ্তাহ ২০১৯) # শ্রেষ্ট শ্রেনী শিক্ষক-২০১৯, পীরগাছা উপজেলা, রংপুর। # এডমিন চন্ডিপুর মডেল অনলাইন স্কুল, পীরগাছা, রংপুর। # এডিটর “রংপুর অনলাইন স্কুল”। (বিভাগীয়) # এডিটর_ রংপুর জেলা শিক্ষা অফিস অনলাইন স্কুল। # এডিটর_ দেবিগন্জ অনলাইন স্কুল, ঠাকুরগাও। # এডিটর_ দামুরচাকলা অনলাইন স্কুল, পীরগাছা, রংপুর। # এডমিন _ সৈয়দপুর কেরামতিয়া বি এল অনলাইন স্কুল, পীরগাছা, রংপুর।