Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ আগস্ট, ২০২১ ০৮:৩৪ অপরাহ্ণ

রাখাইনদের ধর্মীয় বিশ্বাস।
img
Mansura Akter

প্রভাষক

রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধদের পবিত্র দিন যেমন –বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা,আষাঢ়ী, ভাদ্র পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় রাখাইনরা দলে দলে বৌদ্ধ মন্দিরে গিয়ে বুদ্ধ পূজা, ভিক্ষুকদের দান দক্ষিনা দেওয়া, তাদের থেকে দেশনা শ্রবন সহ প্রদীপ জ্বালিয়ে বুদ্ধকে শ্রদ্ধা জানায়। রাখাইনদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে  রয়েছে-সাম্প্রো পোয়ে, চা –পেং পোয়ে, কাঠিং পোয়ে ইত্যাদি।

 

আরো দেখুন