Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ আগস্ট, ২০২১ ০৯:৩৫ অপরাহ্ণ

রাখাইনদেরঅন্ত্যেষ্টিক্রিয়া।
img
Mansura Akter

প্রভাষক

রাখাইনদের কেউ মারা গেলে তাকে স্নান করানো পর নতুন কাপড় পরিয়ে চিতায় দাহ করা হয়। চিতা নিভে গেলে পোড়ানো চাই মাটিতে চাপা দিয়ে রেখে বাঁশ পোতা হয়। বাঁশের মাথায় সাদা কাপড়ের নিশান উড়ানো হয়। দাহ শেষ হলে সবাই নদীতে বা পুকুরে স্নান করে বাড়ি ফেরেন। সাত দিন পর আত্মীয়-স্বজনরা মৃত ব্যক্তির নামে শ্রাদ্ধের আয়োজন করেন।

 

আরো দেখুন