Loading..

খবর-দার

১৪ আগস্ট, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ

কোড না লিখেই কম্পিউটার প্রোগ্রামিং!

কম্পিউটার দিয়ে কোনো কাজ করাতে হলে সেটিকে প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রাম হলো কম্পিউটারকে কাজ করার জন্য দেওয়া নির্দেশনা। কম্পিউটার সেই নির্দেশনা অনুসরণ করে নানা রকম কাজ করে। কম্পিউটার দিয়ে চমৎকার সব কাজ করিয়ে নিতে কম্পিউটার প্রোগ্রামাররা কিছু সুনির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা, যেমন সি/সি++, পাইথন, জাভা ইত্যাদি ব্যবহার করে এই নির্দেশগুলো দিয়ে থাকেন।

কিন্তু ১১ আগস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে, এমন একটি প্রতিষ্ঠান ওপেন এআই তাদের একটি সফটওয়্যারের উন্নত ভার্সন প্রকাশ করেছে, যা দিয়ে ইংরেজি ভাষাতেই কম্পিউটারের জন্য নির্দেশনা (কোডিং) তৈরি করা যাবে। এই সফটওয়্যারের নাম কোডেক্স। এটি ইংরেজিতে বলা বিভিন্ন নির্দেশনাকে সরাসরি কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিবর্তন করে ফেলতে পারে। এ–সংক্রান্ত একটি ডেমো প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে শুধু ইংরেজিতে নির্দেশনা দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। শুধু তা–ই নয়, একটি মামুলি ধরনের গেমও বানানো হয়েছে। প্রাথমিকভাবে প্রচলিত অন্য সফটওয়্যার থেকে এটি উন্নত বলে মনে হওয়ায় এটি প্রায় সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। ওপেন এআইর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ বর্কম্যান দ্য ভার্জ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের দুটি অংশ। একটি হচ্ছে সমস্যা সমাধানের জন্য গভীরভাবে চিন্তা করে সমাধানে পৌঁছানো, তারপর সেই চিন্তাকে সুসংহতভাবে বিভিন্ন ফাংশন, লাইব্রেরি ব্যবহার করে কোডিং করে কাজে পরিণত করা। এর মধ্যে দ্বিতীয় কাজটি অনেক সময় দুরূহ এবং তা অসীম ধৈর্য ও নিবিড় মনোযোগ দাবি করে। কোডেক্স এই জায়গাতেই প্রোগ্রামারদের সাহায্য করবে। এর আগে ওপেন এআই কোপাইলট নামে তাদের আরেকটি সফটওয়্যার অবমুক্ত করে, যা মাইক্রোসফটের গিটহাব প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। জি–মেইলে আমরা যখন কোনো ই–মেইল লিখি, তখন সেখানে যে রকম শব্দ বা বাক্যের সাজেশনস পাওয়া যায়, সে রকম গিটহাবে কোডিং করার সময় কোপাইলট অটো সাজেশন দিয়ে থাকে। কোপাইলটের পরের ধাপই হলো কোডেক্স।’