প্রকাশনা

“ইতিহাসের নেক্কারজনক ঘটনা”

মোঃ ফেরদৌস ওয়াহিদ ১৫ আগস্ট,২০২১ ২৫৯ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৪.৮৮ রেটিং ( )

“ইতিহাসের নেক্কারজনক ঘটনা”

                        মোঃ ফেরদৌস ওয়াহিদ

৪৭ শে উপমহাদেশ বিভক্তির মাধ্যমে সৃষ্টি হল “পাকিস্তান”

দুটি ভূখন্ডে একটি রাষ্ট্র পাকিস্তান।

সকল ক্ষমতা পশ্চিমাদের হাতে,

শুরু হল নির্যাতন আর নিপিড়ন বাঙ্গালীদের উপর।

নির্যাতন আর নিপিড়নেই ক্ষান্ত নয় তারা,

নজর দিয়েছে মায়ের ভাষার উপর।

মায়ের সন্তানেরা নিরব হলেও,

মায়ের ভাষাকে জলাঞ্জলি দিতে নারাজ।

শুরু হলো প্রতিবাদ আর আন্দোলন,

শকুনের দলে নিরীহ মানুষের উপর চালাই ববরতা,

সৃষ্টি হল একটি নেক্ষারজনক ঘটনার।

জাতির পিতার অধিকার আদায়ের ভূমিকায় পশ্চিমারা ক্ষিপ্ত,

শুরু করে বিভিন্নভাবে নির্যাতন আর যাতনা।

জাতির জনক অত্যাচার নির্যাতন সহ্য করেই,

জাতিকে পরাধীনতার শিখল থেকে মুক্ত করতে ডাক দিলেন শ্বাধীনতার।

২৫মার্চ কালো রাতে,

বাঙ্গালীদের উপর চালানো হয় নির্মম বর্বরতা।

সৃষ্টি হল আরেকটি ঐতিহাসিক নেক্ষারজনক ঘটনার।

নয় মাস সংগ্রামের ফলে,

 সৃষ্টি হল বাঙ্গালীদের আবাসভূমি”বাংলাদেশ”

জাতির জনকের দিকে কু-নজর পড়ল স্বাধীন বাংলার কুকুরদের,

১৫আগষ্ট নির্মমভাবে হত্যা করা হয় জাতির কর্ণধারকে।

সৃষ্টি হল আরেকটি ঐতিহাসিক নেক্ষারজনক ঘটনার।

মানবতার মাকে হত্যার লক্ষে ২১আগষ্টের গ্রেনেড হামলা,

সৃষ্টি হল আরেকটি ঐতিহাসিক নেক্কারজনক ঘটনা।

যুদ্ধ নয় শান্তি চাই, হিংসা নয় ভালবাসা চাই।

আমরা ধিক্কার জানাই সেই হানাদারদের, আমরা ধিক্কার জানাই সেই শকুনদের,

আমরা ধিক্কার জানাই সেই নজরের, আমরা ধিক্কার জানাই সেই কুসন্তানদের,

যারা বাঙ্গালীর ইতিহাসে সেই নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। 

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মোঃ এরশাদ আলী
০২ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

ভালো, তবে কিছু বানান ভুল আছে মনে হলো।


মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
১৮ জানুয়ারি, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ

চমৎকার উপস্থাপনা। লাইক ও পূর্ণ রেটিংসহ অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। https://www.teachers.gov.bd/content/details/1201906


মোঃ মুজিবুর রহমান
১২ ডিসেম্বর, ২০২১ ০৫:০৯ পূর্বাহ্ণ

অনেক সুন্দর উপস্থাপন। লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার বাতায়ন পেজে ঘুরে আসার জন্য বিনীত অনুরোধ রইল।


মোহাম্মদ শাহ আলম
০৬ অক্টোবর, ২০২১ ০১:০৮ অপরাহ্ণ

শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি ।


মোঃ মামুনুর রহমান
২৬ আগস্ট, ২০২১ ০৮:৩০ পূর্বাহ্ণ

আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। অতি চমৎকার ও দৃষ্টিনন্দন প্রকাশনা প্রকাশ করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। তবে ফন্ট পরিবর্তনসহ উক্ত প্রকাশনাটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণমূলক ও বাস্তব জীবনমূখী হলে আরও আকর্ষণীয় হতো। এই পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগগুলো নিয়মিত পর্যবেক্ষন করে লাইক ও পূর্ণ রেটিংসহ গুরুত্বপূর্ণ মতামত ও দিক-নির্দেশনা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। My Content Link : https://www.teachers.gov.bd/content/details/1098783


মোহাম্মদ সাইফুল ইসলাম
১৬ আগস্ট, ২০২১ ০৮:১২ পূর্বাহ্ণ

✍️ সম্মানিত, বাতায়ন প্রেমী শিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে সেরা নেতৃত্বের গল্প দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।?


মোঃ নূর - ই- আলম ছিদ্দিকী
১৬ আগস্ট, ২০২১ ০৮:০৪ পূর্বাহ্ণ

স্যার / ম্যাডাম , আচ্ছালামু আলাইকুম ও আদাব। অনেক শ্রম,মেধা ও সময় ব্যয় করে নির্মিত আপনার এই অনিন্দ্য সুন্দর নির্মাণ সত্যিই অপূর্ব। লাইক ও পূর্ণরেটিংসহ আপনার জন্য শুভ কামনা ও অভিনন্দন। আপনার সাফল্যের গল্প শোনার অপেক্ষা থাকলাম। আমার কন্টেন্ট দেখার বিনীত আমন্ত্রণ রইল । আপনার সুপরামর্শে আমার কাজের গতি উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করি । গঠনমূলক পরামর্শ দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন বলে আশা রাখি। বিনীত, মোঃ নুর-ই-আলম ছিদ্দিকী, সহকারী শিক্ষক, নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।


স্বপন কুমার দাশ
১৫ আগস্ট, ২০২১ ০৯:৫২ অপরাহ্ণ

সুন্দর প্রকাশনা আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।